বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা শ্রীপুরের নাকোলে প্যাসিফিক ফাউন্ডেশনের উদ্যেগে আজ বৃহষ্পতিবার দুপুরে আত্মকর্ম সংস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
প্যাসিফিক ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামীণ দারিদ্র পরিবারকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আজ সকাল ১১.০০ টায় গ্রামীণ দারিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্যাসিফিক ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা আল বেরুনী (সুনু) এছাড়া ফাউন্ডেশনের সেক্রেটারী ও মাগুরাবার্তার সাংবাদিক রাজু আহমেদ, ক্যাশিয়ার কাব্বির হাসান।
অনুষ্ঠানের অর্থায়নে ছিলেন মো: মনিরুজ্জমান।
রূপক আইচ/২০ অক্টোবর ১৬