শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া হাসান এর নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে গড়াই নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে দেয়া হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরিফ হাসান মাগুরাবার্তাকে জানান,ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নির্দেশনা উপেক্ষা করে এলাকার কিছু অসাধূ মৎস্য শিকারী গোপনে গড়াই নদীতে মা ইলিশ শিকার করছে । এসংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গঙ্গারামখালী ও আমলসার এলাকার গড়াই নদীতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মৎস্য শিকারীরা বিষয়টি টের পেয়ে ব্যবহৃত জাল নৌকায় ফেলে রেখে পালিয়ে যায়। এসময় সেখান থেকে প্রায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।