শালিখা প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শালিখা উপজেলায়  বুধবার (২৯মার্চ) অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) এ কর্মশালার আয়োজন করে।  উপজেলার আড়পাড়া মহিলা কলেজ মিলনায়তনে দিনব্যাপি কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  সিরাজ-উদ-দৌলাহ।
প্রধান অতিথি  ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন  সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ শ্যামল কুমার দে, ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, আড়পাড়া অটিস্টিক বিদ্যালয়ের অধ্যক্ষ খলিলুর রহমান, ইমদাদুল হক টিকু, শিক্ষা অফিস সহকারি মিনারুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানে অটিজম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ড.মোঃ ছায়েন আলী খান ও ডাঃ আব্দুল হাই।

সকাল ১০টায় কর্মশালা শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলা কর্মশালায় অটিস্টিক শিশুদের অভিভাবক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।

রূপক আইচ/ মাগুরা/ ২৯.০৩.১৭