শাহিনুর আহমেদ,মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাদক ও জঙ্গীবাদের প্রতিকার, বাংলাদশে পুলিশের অঙ্গীকার ” এই শ্লোগান নিয়ে আগামী ২৭মার্চ সোমবার মাগুরা নোমানী ময়দানে আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ বিরোধী গণ সমাবেশ। পরে পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে মাগুরা জেলা পুলিশ সমাবেশ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে মাগুরার প্রথম ২৪ ঘন্টার অনলাইন নিউজ পোর্টাল মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম।

মাগুরার পুলিশ সুপার মো: মুনিবুর রহমানের সভাপতিত্বে পুলিশ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান-বিপিএ, পিপিএম। বিশেষ অতিথি থাকবেন মাগুরার জেলা প্রশাসক মুহ্. মাহবুবর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ সভাপাতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলূ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলীসহ অন্যরা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান- পুলিশ সমাবেশ উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এবারের সমাবেশে অন্যান্য আয়োজনের মধ্যে অন্যতম থাকছে জেলার ১শ মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আত্মসমর্পণ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে মাদক নির্মূলে বর্তমান সরকারের লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়নে মাগুরা জেলা পুলিশ আরো একধাপ এগিয়ে যাবে বলে তিনি জানান।

রূপক আইচ/ শাহিনুর আহমেদ/ ২৭ মার্চ ১৭