বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় গত শুক্রবার (৭ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়ে গেল স্বামী বিবেকানন্দ সংঘ, মাগুরা’র উদ্যোগে যুগাচার্য স্বামী বিবেকানন্দের ১৫৮তম শুভ জন্মোৎসব। মাগুরা কেন্দ্রিয় কালীবাড়িতে বৈদিক স্তোত্র পাঠ ও ভজন সঙ্গীতের মাধ্যমে উৎসবের শুভারম্ভ হয়।  স্বামী বিবেকানন্দ সংঘ, মাগুরার সভাপতি শ্রী মোহনলাল রায় এর সভাপতিত্বে আলোচনা সভা ও বিবেকানন্দ বৃত্তি প্রদান-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান শ্রী পঙ্কজ কুমার কুন্ডু।  বিশেষ অতিথি এবং মুখ্য আলোচক  ছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ, সহ-সম্পাদক, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোর। স্বামী বিবেকানন্দ সংঘের প্রথম পুস্তিকা ‘শিশু-কিশোরদের বৈদিক শিক্ষা’ এ অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের হাত দিয়ে মোড়ক উন্মোচনের মাধ্যমে প্রকাশিত হয়। অনুষ্ঠানে মূখ্য আলোচক মহারাজজী স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ সম্পর্কে বিষদ আলোচনা করেন। প্রধান অতিথি পঙ্কজ কুন্ডু রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবাদর্শে জীব সেবার মাধ্যমে ঈশ্বরের সেবার মহান আদর্শে সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

মাগুরা/৮ ফেব্রুয়ারী ২০২০