বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় মাদকের ভয়াবহতা ও শাস্তি সম্পর্কে সচেতনতামুলক সভা ও মাদক বিরোধী শপথের আয়োজন করেছে ব্যাপ্টিস্ট এইড- বিবিসিএফ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের নান্দুয়ালী এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম।
বিবিসিএফ এর প্রোজেক্ট অফিসার উজ্জ্বল পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় পৌর কাউন্সিলর সাকিব হাসান তুহিন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান, মিমতাজ সুলতানা, সাংবাদিক রূপক আইচসহ অন্যরা। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা মাদককে লাল কার্ড দেখিয়ে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করেন। শপথে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান।
সভায় বক্তারা বলেন- মাদকের প্রভাবে সমাজে নানা রকম বে আইনি কর্মকান্ড বৃদ্ধি পায়। মাদক নিয়ন্ত্রনে না আনতে পারলে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে। উন্নয়নের গতি মন্থর হয়ে পড়বে।  মাদক নিয়ন্ত্রনে  সামাজিক সচেতনতা ও প্রশাসনিক ব্যবস্থা যৌথভাবে মাদক নিয়ন্ত্রনে আনতে পারবে বলে আশা করেন বক্তারা।

রূপক /মাগুরা /১৩ ডিসেম্বর ১৮