বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় চালু হলো করোনা ক্ষতিগ্রস্থদের জন্য ১০ টাকার সদাই।  প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরবন্দি হয়ে পড়া অসহায় শ্রমজীবী ও স্বল্পআয়ের মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে আজ শনিবার থেকে এ দোকান চালু হয়েছে। ২০০৩ সালের এসএসসি পাস করা যুবকেরা ত্রিমাত্রিক ফাউন্ডেশন নামে একটি সংগঠনের মাধ্যমে মাগুরা পৌর এলাকার জন্য চালু করেছে নামমাত্র মূল্যের এ দোকান । যেখানে পৌরসভার ৯টি ওয়ার্ডে মাত্র ১০ টাকায় দেয়া হবে ২ থেকে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ২৫০ গ্রাম খেজুর ও ২৫০ গ্রাম চিনি।
সমন্বয়ক মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, তাদের উদ্যোগে গড়া ত্রিমাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে পুরো রমজান ও করোনা পরিস্থিতি জুড়ে চলবে এ কার্যক্রম। তিনি বলেন, আমরা কারো কাছে গিয়ে সাহায্য চাচ্ছি না। যদি কেউ স্বেচ্ছায় সহযোগী হতে চায়, আমরা তাদের সহযোগিতা গ্রহণ করছি। সমাজের মানবিক ব্যক্তিদের সহযোগিতায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে আমাদের এ কার্যক্রম।
ইতিপূর্বে মাগুরার মহম্মদপুর উপজেলায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের পৃষ্ঠপোষকতায় স্থানীয় কয়েকজন যুবক এ ধরনের একটি দোকান চালু করে। এ স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন পয়েন্টে জীবানুনাষক স্প্রে করার কাজও করে আসছে দীর্ঘদিন ধরে।

রূপক/ মাগুরা/ ২৫এপ্রিল ২০২০