বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
শোন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ এই বাক্য বাবা খুব বিশ্বাস করতেন। তাইতো একটি উদার অসাম্প্রদায়িক দেশগড়তে গিয়েছিলেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের সেই বাংলাদেশসহ সারা বিশ্ব আজ করোনার সাথে যুদ্ধে লিপ্ত। এ যুদ্ধে আমাদের জিততে হবে। আর এ যুদ্ধের মধ্যেই আজ আমাদের বাবার মৃত্যুবার্ষিকী ।   এ বছর কোন ধর্মিয় আনুষ্ঠানিকতা না করে এ উপলক্ষে আমাদের নিজগ্রাম বটিয়াখালীসহ দেবীনগর,মধুপুর,হাজরাতলা,কৃষ্ণপুর ও তমালতলায় ৬০টি পরিবারের মাগুরা খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। কোন আনুষ্ঠানিকতা করতে না পারলেও আমরা মনে করি এটিই আমাদেরর বাবার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। মাগুরার ২ মেয়াদের সরকারি পিপি  বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ রমেশ চন্দ্র সরকারের ৫ম মৃত্যুবার্ষিকীতে এমনই অনুভুতি প্রকাশ করছিলেন তার ছেলেরা।  জেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি, নাকোল সম্মিলনী কলেজ গভর্নিং বোডিরসাবেক সভাপতি, সভাপতি মাগুরা ল কলেজ, মধুপুর রাধাচরন মাধ্যমিক বিদ্যালয় প্রতিস্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারি, নাট্য অভিনেতা,” স্মরনণীকা পত্রীকার সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য রমেশ চন্দ্র সরকারের পুত্র সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক বিপ্লব কুমার সরকার ও মাগুরায় ডেপুটি ফুড কন্ট্রোলার বিজন সরকার তাদের পিতার মৃত্যুবার্ষিকীতে সকলের আশির্বাদ কামনা করেছেন।

 

মাগুরা/ ২৫ এপ্রিল ২০২০