স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

মাগুরার শালিখা উপজেলা বিআরডিবির ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সার্টিফিকেট বিতরণী আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ।

শালিখা উপজেলা বিআরডিবি অফিসের আয়োজনে, সংস্থার হল রুমে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো), সুফল ভোগীদের ২৪ মে থেকে ১৫ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওয়ালম্যাট তৈরী বিষয়ক এ প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেবাশীষ কুমার দাশ।

প্রধান অতিথি ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ শেখ বিপুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক।

বক্তব্য রাখেন এআরডিও মোঃ আনোয়ারুল ইসলাম ও মাঠ সংগঠক মোঃ নাছরুল আলম। প্রশিক্ষণে ৩০ জন নারী অংশগ্রহণ করেন।