বিশেষ প্রতিনিধি
‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবা দান’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি।
এ উপলক্ষে আজ সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত এর সামনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। ভারপ্রাপ্ত জেলা জজ জনাব মোঃ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাস, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক যুগ্ম জেলা জজ শিমুল কুমার বিশ্বাসসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারি জজ অনুশ্রী রায়।
পরে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তারা জানান- গরীব ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা দিতে বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে উদ্বুদ্ধকরণ  করে যাচ্ছে। টাকার অভাবে একজন মানুষও যেন আইনী সেবা থেকে বঞ্চিত না থাকে তা নিশ্চিত করাই এ দিবস পালনের উদ্দেশ্য।

মাগুরা,২৮ এপ্রিল ১৯