বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
যে দেশের যুবশক্তি যত বেশী কর্মক্ষম তারা তত বেশী উন্নত। বাংলাদেশের যুবকদের আত্মকর্মী থেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মী যুবকরা প্রত্যেকেই এক একজন উদ্যোক্তা হিসেবে নিজের কর্মসংস্থান ও সামাজের বেকারত্ম ঘুচাতে পারবেন। মাগুরার যুবকরা এখন আর চাকরি চাইবে না, চাকরি দেবে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর)  মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত  যুব উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি এসব কথা বলেন।

দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরার উপ পরিচালক মো: রিয়াজুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী বিশেষ অতিথি ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাজ উদ্দীন।

বক্তারা বলেন- ডিজিটাল প্রযুক্তির এই যুগে বিশ্ব থেকে পিছিয়ে থাকার সুযোগ নেই। সুযোগ নেই উন্নয়নের মহাসড়ক থেকে ছিটকে পড়ার। এ কারণেই সকলকে প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে আধুনিক শিক্ষাটি গ্রহণ করে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

 

রূপক আইচ/ ১৭ নভেম্বর ১৬