রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

বিশ্বের যে কোন দেশের শিশুদের চেয়ে আমাদের শিশুরা মেধায় মননে এগিয়ে। এই শিশুদের নিজ নিজ যোগ্যতা কাজে লাগিয়ে ভবিষ্যতের সুন্দর পৃথিবী গড়ায় সবাইকে একত্রিত হতে হবে। মানুষে মানুষে বিভেদ নয়। ভালবাসা দিয়েই আমরা সবাই মিলে শিশুদের জন্য বাসযোগ্য একটি নিরাপদ দেশ গড়ে তুলতে চাই। আর এ কারণেই আজকের শিশুদের মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠতে হবে। মাগুরার ঐতিহ্যবাহি শিশু শিক্ষাকেন্দ্র পাঠশালা শিশু বিদ্যালয়ের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) এসব কথা বলেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী এ্যাড. বিরেন শিকদার এমপি।

সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরার ঐতিহ্যবাহি শিশু শিক্ষাকেন্দ্র পাঠশালার ১২ বছর পূর্তি পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে শহরের নতুন বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলী, অভিভাবকসহ কয়েক হাজার মানুষ। শেভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ  শেষে পাঠশালা প্রাঙ্গনে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাসি কুরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত শিক্ষবিদ অধ্যাপক অসিত বরণ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আজমল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালক মিহির কুরিসহ অন্যরা। এ সময় বক্তারা পাঠশালার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ সংগীত ও নৃত্য পরিবেশন করে।

magrua-patshala-4