মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে শক্রবার বিকালে জাতীয় তরুন সংঘ শ্রীপুর উপজেলা শাখা আয়েজিত বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
তারাউজিয়ালে সমিতির পুকুর পাড়ে বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন, সব্দালপুর ইউনিয়নের নব নির্বাচিত সদস্য মোঃ বাদশাহ মো্ল্যা।
বিশেষ অতিথী ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শ্রীপুর উপজেলা চিকিৎসক সমিতির সাধারন সম্পাদক ডাঃ শাহিদুজ্জামান খসরু এবং জাতীয় তরুন সংঘ জেলা শাখার সভাপতি ডাঃ শুরেন্দ্রনাথ বিশ্বাস।
এ সময় আরও উপস্থত ছিলেন তরুন সংঘের উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক আকিদুল আজম জিহাদ, তরুন সংঘের সদস্য বীর মুক্তিযোদ্ধা আকিদুজ্জামান টাইফুন, নজরুল ইসলাম, তাসিফ জামান, যশোর বাঘারপারা সূর্যের হাসি ক্লিনিকে কর্মকর্তা শাহ নেওয়াজসহ অন্যলা।
বৃক্ষ রোপন কর্মসূচী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বৃণ্খের গুনাগুণ সম্পর্কে বর্ণানা দিয়ে গ্রামের প্রতিটি বাড়িতে বৃণ্খ রোপন করার পরামর্শ দেন। মাগুরাবার্তাটোয়েন্টিফোরডট কমের প্রতিনিধি তাছিন জামান উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় প্রায় ১শ বিভিন্ন জাতের ফলদ ও বনজ বৃক্ষে রোপন করা হয়।