বিডিসেফ মাগুরা জেলা কমিটি গঠন । মুক্তি সভাপতি,পার্থ সম্পাদক
স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম (বিডিসেফ) মাগুরা জেলা কমিটি গঠন করা হয়েছে।
মুফতি মাহমুদ মুক্তিকে সভাপতি ও পার্থ মজুমদারকে সাধারন সম্পাদক করে শুক্রবার বিকেলে এ কমিঠি গঠন করা হয় ।
মাগুরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলার ৩৬টি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের ৭০ জন উদ্যোক্তার অংশগ্রহনে পার্থ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বুনাগাতী ইউডিসির মোঃ মুফতি মাহমুদ খান মুক্তিকে সভাপতি ও রাজাপুর ইউডিসির পার্থ মজুমদারকে সাধারন সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি হাজরাপুর ইউডিসির মোঃ মহিদুল ইসলাম, দীঘা ইউডিসির মোঃ আকবর হোসেন, যুগ্ম-সম্পাদক বেরইল পলিতা ইউডিসির মোঃ মেজবাউল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক আড়পাড়া ইউডিসির সোহাগ হোসেন, অর্থ সম্পাদক নাকোল ইউডিসির লিমন মিয়া, দপ্তর সম্পাদক প্রচার প্রকাশনা ও আইসিটি সম্পাদক শালিখা ইউডিসির মোঃ সানজেদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিক শত্রুজিৎপুর ইউডিসির জেসমিন, নির্বাহী সদস্যরা হলেন ইউডিসির মোঃ আকমল হোসেন, কুচিয়ামোড়া ইউডিসির জামিলা খাতুন ও সব্দালপুর ইউডিসির দীপা খাতুন।
সভা থেকে ইউডিসি উদ্যোক্তাদের পারস্পরিক ঐক্য সৃষ্টির মাধ্যমে নিয়মিত কর্মসংস্থান ও বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবী জানানো হয়।