মো. আনোয়ার হোসেন শাহীন, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদীর উপর নির্মীয়মান ‘শেখ হাসিনা সেতুর’ ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে সেতুর সব পিলার নির্মাণ শেষ। এখন দুই পাড়ের ছাউনির কাজ চলছে। নদীর পূর্বপাড়ে  কাজের অগ্রগতি সবচেয়ে বেশি।  চলতি বর্ষা মৌসুমে নদীতে স্রোত বেড়ে যাওয়ায় কাজ বাধাগ্রস্ত হয়।

img_7815

মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখারুল ইসলাম মাগুরাবার্তাকে জানান- প্রত্যাশিত সময়ের চেয়েও দ্রুত এগুচ্ছে এ সেতুটির কাজ। সিডিউল অনুযায়ী আগামী বছর মার্চ মাসের মধ্যে  সেতু হস্তান্তর করার কথা থাকলেও পরিস্থিতি অনুকুলে থাকলে এ বছর ডিসেম্বরের মধ্যেই সেতুটি চলাচলের উপযোগী হয়ে উঠবে। তাহলে আগামী জানুয়ারীতেই ঘটা করে উদ্বোধন করা যাবে এ সেতুটি।

img_7825

মাগুরা -২ আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদারের ঐকান্তিক প্রচেষ্টায় মহম্মদপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী মধুমতি নদীর উপর সেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে পুরোদমে। রাত-দিন চলছে কাজ। এই সেতু চালু হলে মাগুরা ও ফরিদপুরের মধ্যে সড়ক যোগাযগ স্থাপনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

সম্পাদনা: রূপক আইচ, ১৯ সেপ্টেম্বর ১৬