লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিমুখি প্রজন্ম চাই- ড. শ্রী বীরেন শিকদার এমপি

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
‘ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজ স্কুল তথা মাগুরার মুখ উজ্জ্বল করতে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে। ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয় এ অঞ্চলের গৌরব। এ গৌরবকে অক্ষুন্ন রেখে ছাত্র শিক্ষক সকলকে একসাথে কাজ করতে হবে।’- সোমবার সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি। 
প্রবীন শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ শামসুদ্দিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন, অধ্যক্ষ পল্লব কুমার দে, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মো আব্দুর রাশেদ মোল্যা, এ্যাড. সাজিদুর রহমান সংগ্রাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মন্ডল, জয়নাল মোল্যা,খায়রুজ্জামান, ইদ্রিস বিশ্বাস, আব্দুল মজিদ মন্ডল, আবজাল মোল্যা, এনায়েহ হোসেন টুকু, মুকুল হোসেন, মিসেস শিলা পারভীনসহ অন্যরা। অনুষ্ঠান থেকে বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন বৃত্তি ও পুরস্কার তুলে দেন ড. শ্রী বীরেন শিকদার এমপি।
রূপক/মাগুরা/২৯ জানুয়ারী ১৯
« শ্রীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান (Previous News)
Comments are Closed