স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

মাগুরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্ষিয়ান রাজনীতিবিদ আলী আহমেদ আজ বুধবার   (৬এপ্রিল) দুপুরে আত্মসমর্পণ  করেছেন।

গত বছর ২১ মার্চ মাগুরার মঘির ঢালে পট্রেোল বোমা হামলায় ৫ বালু শ্রমিক নিহত ও ৪জন আহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তিনি আত্ম সমর্পণ করেন। এ সময় তার আইনজীবীরা আদালতের কাছে জামিন প্রার্থনা করলে আদালত তা নাকোচ করে দিয়ে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বেলা ১২টায় তিনি মাগুরার চীফ জুডিশিয়াল ম্যাজস্ট্রিটে ইমতিয়াজুল ইসলামের আদালতে  আত্মসর্মপণ করেন।

গত বছর ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মঘরি ঢাল এলাকায় একটি বালুর ট্রাকে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বত্তরা। এতে সদর উপজলোর মালকিগ্রামের রওশন আলী, মতিন বিশ্বাস, শাকিল আহমদে, ইয়াদুল ইসলাম ও ইমরান হোসনে নামে ৫ বালু শ্রমকি জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। এছাড়াও আহত হন আরো ৪ জন।

এ ঘটনায় গত বছরের ১৮ আগস্ট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলি আহমদে সহ ২০ জনকে অভিযুক্ত করে চার্জশীট দেয় সিআইডি ।

মামলায় আলী আহমেদের পক্ষের প্রধান  আইনজীবী রশিদুল ইসলাম জানান – এ মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। আদালত ইচ্ছা করলেই বর্ষিয়ান এ রাজনীতিবিদকে জামিন দিতে পারতেন। কিন্তু রাজনৈতিক কারণে হয়রানির উদ্দেশ্যেই তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।