বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় আজ মঙ্গলবার (১৭ মে) জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর সদর উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩০টি ইভেন্টে সহস্রাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াছিন কবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান প্রদর্শণী, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিদর্শন করেন।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান জানান – এ প্রতিযোগিতায় ক্রীড়া, শিক্ষা, চিত্রাংকন ও কুটির শিল্প, সঙ্গীত, নৃত্য বিষয়ে ছাত্রছাত্রীরা প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। বাছাইকৃত প্রতিযোগিরা আগামী ২৩ শে মে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জেলা থেকে বাছাইকৃত প্রতিযোগিতারা বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে। প্রতিযোগিতায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, এবিএম নুরুল হুদা, তৌহিদুর রহমান, দিলরুবা খাতুন, সুপর্ণা বিশ্বাস এর নেতৃত্বে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ সহযোগিতা করছেন। তবে এ সময় বিজ্ঞান উদ্ভাবন প্রদর্শণীর কক্ষে বিদ্যুৎ এর ব্যবস্থা না থাকা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য তথ্য ব্যবস্থাপনার অভাবে অনেক অভিভাবকই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
রূপক/ মাগুরা/ ১৭ মে ২২