শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবিতে র‌্যালী, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। সকাল ১০ টায় শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির আয়োজনে এক সমাবেশ শেষে মিছিল সহকারে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মরকলিপি পেশ করা হয়।
শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ও হাটদারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী সাখাওয়াত হোসেন, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা ফয়জুর রহমান লাভু, চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আযাদ। সমাবেশ শেষে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে মিছিল সহকারে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে স্মরকলিপি পেশ করা হয়।