শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শ্রীপুর উপজেলার জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে জোকা যুব সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যড. সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন।
আবু তাসের জোয়ারদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যজোটের সভাপতি অপূর্ব মিত্র, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান ফজলু প্রমুখ। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন অধ্যাপক শিশির শিকদার।
খেলায় উভয় দলেই ঢাকা থেকে আগত জাতীয় টিয়ের দেশি-বিদেশী খেলোয়ারগণ তাদের ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে উপছে পড়া দর্শকদের মন মাতিয়ে তোলেন। খেলাতে চৌগাছী ফুটবল একাদশ ১-০ গোলে সোনাতুন্দী ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

 

মাগুরা/ ৯ অক্টোবর ২০২০