বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানকে বয়কোটের সিদ্ধান্ত নিয়েছে সদর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ১৩ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।  বুধবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃংখলা বিষয়ক মাসিক সভায় না গিয়ে  তারা এ বয়কোটের সিদ্ধান্ত নেন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী জানান, গত ১৬ জুলাই আসাফুর রহমান মাগুরা সদর উপজেলায়  যোগদান করেন। এর পর থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন চেয়ারম্যানদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ তাদের সব বরাদ্দ বাতিল করে দিয়েছেন। বুধবার সকালে তাকে আমার সাথে দেখা করার অনুরোধ জানালে তিনি আমার সাথে দেখা না করে আইন শৃংখলা মিটিংয়ে গিয়ে উপজেলা চেয়ারম্যানের জন্য নির্ধারিত চেয়ারে বসে থাকেন। বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যানরা দেখে আমাকে জানান। আমি ফোনে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা আসাফুর রহমান আমাকে বলেন, এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো। সে কারনে ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ আমি ওই মিটিং এ না গিয়ে মিটিং বয়কোট করেছি।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাফুর রহমান সাংবাদিকদের জানান, আমি উপজেলা চেয়ারম্যান বা কারো সাথে অসৌজন্য মূলক আচরণ করিনি। যেহেতু এ অর্থ বছরের বরাদ্দ অন্য অর্থ বছরে ব্যবহার করা যায় না। সে কারনে আপনা আপনি বরাদ্দ ফেরত চলে গেছে। আইন শৃংখলা মিটিংয়ের সভাপতি নির্বাহী কর্মকর্তা নিজেই।

মাগুরা / ২৭ জুলাই ১৭