রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান আজ সরকারের উপ সচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আজ রবিবার সকালে সরকারের এক আদেশে তার এ পদোন্নতির আদেশ দেয়া হয়। একই আদেশে প্রশাসনে ৫৩৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৃথক তিনটি আদেশে তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়। দক্ষ, অভিজ্ঞ, স্পষ্টভাষি একজন জেলা প্রশাসক হিসেবে জবান মাহবুবর রহমানের এ পদোন্নতিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে স্বাগত জানান। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সবাইকে মিষ্টিমুখ করান হয়।   magura-rupak-1

পদোন্নতি প্রাপ্তদের মধ্যে যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১৪৫ জন, উপসচিব থেকে যুগ্ম-সচিব পদে ১৮৬ জন এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২০৫ জন।

একই আদেশে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব কালাচাঁদ সিংহকে সিনিয়র সহকারি সচিব থেকে উপ সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।

পদোন্নতির পর বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা সাড়ে পাঁচশ’, যুগ্ম-সচিব ৬১৩ জন এবং উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৭৯ জন।

সবশেষ চলতি বছরের মে মাসে অতিরিক্ত সচিব পদে ৮৫ জন, যুগ্ম-সচিব পদে ৭০ জন এবং উপসচিব পদে ৬২ জনকে পদোন্নতি দেওয়া হয়।

মাগুরা/ ২৭ নভেম্বর ১৬