রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মানবজাতির কল্যাণ ও বিপদ মুক্তির দূত হিন্দু সম্প্রদায়ের অন্যতম যুগাবতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারির ১২৮ তম তিরোধান স্মরণ উৎসব উপলক্ষে মাগুরায় আজ রবিবার সকালে মঙ্গল শোভাযাত্রা ও পূজা অনুষ্ঠিত হয়েছে।Magura Loknath Rally pic 2

সকালে শহরের ছানার বটতলা ও সরদার পাড়া লোকনাথ আশ্রম থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। শোভা যাত্রায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডুসহ হিন্দু সম্প্রদায়ের নারী শিশুসহ কয়েক হাজার মানুষ ডংকা, ঝাঝসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে অংশ নেন।20180603_080941

এ সময় বিভিন্ন ধর্মীয় দেব দেবির সাজে অংশ নেন অনেক ভক্ত। এ উপলক্ষে দিনব্যাপী পূজা ও সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনু্ষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

 মাগুরা / ৩ জুন ১৮