বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশের ’৭১টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপার উপর হামলা, ক্যামেরা ছিনতাই ও প্রাণ নাশের হুমকি ঘটনার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।

আজ সকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মাগুরার  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন এসোসিয়েশানের আহবায়ক অলোক বোস, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ খান, ’৭১ টিভির প্রতিনিধি শরীফ তেহরান টুটুল, ব্যবসায়ি মাসুদ খান ডবলু, ক্রীড়া ব্যক্তিত্ব বারিক আনজাম বারকিসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা । 31131601_2123684711185869_1500428899628104160_n

সমাবেশ থেকে ব্রিটেনের মত একটি সভ্য দেশে প্রকাশ্য দিবালোকে এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করা হয়। একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার মধ্যে নির্বিগ্নে কাজ করার সুযোগ করে দিতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানানো হয়।

রূপক/মাগুরা/২২এপ্রিল ১৮