বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় যথাযথ মর্যাদায় সোমবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করে । asaকর্মসূচীর মধ্যে ছিল প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সূচনা, ভোর ৬ টা ৩০ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ।29541354_357766354724447_1558619219060901190_n
এ উপলক্ষে সকাল ৮ টায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে পুলিশ , আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশনী অনুষ্ঠিত হয় । এ সময় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান ও পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম বিনিময় করেন । দুপুরে কালেক্টরেট প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ও  মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় । তাছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দির , গীর্জা উপাসনালয়ে প্রার্থনা করা হয় ।29541809_357765334724549_6212040075518449415_n বিকালে শিশু একাডেমী মাগুরার আয়োজনে শিল্পকলা একাডেমীতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সন্ধ্যায় মুক্তিযোদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রর্দশন ও  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।