বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা সদর উপজেলা পরিষদের ৬টি কক্ষে গতরাতে চাঞ্চল্যকর চুরি সংগঠিত হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলা পরিষদের ৬ টি কক্ষের তালা কেটে চোরেরা নগদ দুই লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে গেছে। এ সময় তারা উপজেলা পরিষদের কয়েকটি কক্ষের আলমারি ভেঙ্গে কাগজপত্র ছিন্নভিন্ন করে। এ সময় পরিষদের সকল নৈশ প্রহরি ঘুমাচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আনুমানিক রাত তিনটার দিকে এ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নৈশ প্রহরীদের বাইরে থেকে রুমের ভেতরে আটকে রেখে ছয়টি কক্ষের তালা ভেঙ্গে চুরি করে মান্কি ক্যাপ পড়া চোরের দল। এ সময় তারা স্থানীয় সরকার শাখা ও হিসাব শাখার আলমারী ভেঙ্গে নগদ দুই লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে গেছে। বেশ কিছু কাগজপত্র তছনছ করেছে চোরের দল। তবে জরুরী কোন কাগজ খোয়া গেছে কিনা এখনও বোঝা যাচ্ছে না। ভিডিও ফুটেজ দেখে চোরেদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এঘটনায় মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন জানান- উপজেলা পরিষদের বিভিন্ন শাখার ৫জন নৈশ প্রহরীর মধ্যে ৪ জন ওইরাতে উপস্থিত ছিলেন। কিন্তু তারা সবাই ঘটনার সময় ঘুমাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বিষয়টি বেশ রহস্যজনক। ।
এ ঘটনায় শহরে চাঞ্চল্য দেখা দিয়েছে। শহরের আইন শৃংখলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করছেন সাধারণ মানুষ।

মাগুরা /১২ ফেব্রুয়ারী ১৮