বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় আজ শুক্রবার একটি বাড়ি একটি খামার প্রকল্পে নিয়োগ পরিক্ষার সময় প্রতিবন্ধী সেজে প্রতারণা ও তাকে সহযোগিতার অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত । সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের স্টেডিয়ামপাড়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ নিয়োগ পরিক্ষা চলছিল।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান- সদরের আবালপুর গ্রামের মো: সাহেব আলী নিজেকে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে পরিচয় দেয়। এ সময় তিনি জেলা প্রশাসকের কাছ থেকে নিয়োগ পরিক্ষায় তার জন্য শ্রুতি লেখক হিসেবে মাগুরা সরকারি কলেজে অনার্স পড়ুয়া সাফায়েত আলীকে ৮ম শ্রেণী পাশের ভূয়া প্রত্যয়নপত্র দিয়ে নিয়ম বহির্ভুত ভাবে পরিক্ষা দেয়ার অনুমতি আদায় করে। কিন্তু পরিক্ষার হলে শ্রুতি লেখকের এ প্রতারণার বিষয়টি ধরা পরে যায়। দেখা যায় সাহেব আলীও পরিপূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী নয় । বিষয়টি জেলা প্রশাসককে জানালে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের হাতে ন্যাস্ত করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তি ও তথ্য প্রমাণের ভিত্তিতে সাহেব আলীকে ২মাস ও তার সহযোগি সাফয়েত এবং শিমুলকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে । তাদেরকে জেল খানায় পাঠানো হয়েছে ।

মাগুরা / ২৬ জানুয়ারী ১৮