বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
বাংলাদেশে এই প্রথম এসেছে টিভিএস অটোর এ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকে। ইতিমধ্যে মাগুরায় টিভিএস অটোর কেশবমোড় শো রুমে পাওয়া যাচ্ছে সবচেয়ে আধুনিক এ মোটরসাইকেল।b
টিভিএস অটো’র  মাগুরা জেলার ডিলার মেসার্স আলমগীর মোটরস এর সত্বাধিকারি  আলমগীর হোসেন জানান-   ক্রেতাদের জন্য ইতিমধ্যে বাজারে এসেছে  অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেল। সম্প্রতি ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাণিজ্যমেলায় জমকালে অনুষ্ঠানে এ মোটরসাইকেল এর বাংলাদেশে বিপনন এর উদ্বোধন করা হয়। c
তিনি জানান- রেসিং ট্র্যাক থেকে প্রাপ্ত অভিজ্ঞতা নিয়ে টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০-তে উচ্চমানের আরএন্ডডি-এর নতুন সম্মিলন ঘটানো হয়েছে। মোটরসাইকেলটিতে ১৫৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার মোটর যুক্ত করা হয়েছে, যা ১৫.১ এনএম টর্কে ১৫.২ হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে। স্কয়ার রেস থেকে অনুপ্রাণিত ইঞ্জিনের শর্ট স্ট্রোক সেট আপ নিশ্চিত করে অধিক পিকআপ এবং দেয় দ্রুতগতি। অধিকতর স্বাচ্ছন্দ্যে চালাতে এই ইঞ্জিনটিকে একটি ৫-গুণ গতিসমৃদ্ধ গিয়ার বক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। অ্যাপাচি আরটিআর ১৬০-এর হেড ল্যাম্পে সংযুক্ত আধুনিক এলইডি লাইটের উজ্জ্বল আলোকরশ্মি দূরের বস্তুকে স্পষ্ট করে তোলে, যা রাতে ভ্রমণের জন্য খুবই উপকারী এবং নিরাপদ। aবাইকটির ব্রেককে আরও আধুনিক করতে এর সামনে ও পেছনে যথাক্রমে ২৭০ মিমি এবং ২০০ মিমি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ফলে অ্যাপাচি আরটিআর ১৬০ থামানো এখন আগের চেয়ে আরো বেশি সহজ। মোটরসাইকেলটির সামনের ফর্কের সোনালি রং এবং ট্যাঙ্কের উপর আঁকা একটি থ্রি ডি লোগো একে দিয়েছে প্রিমিয়াম লুক।

টিভিএস কর্তৃপক্ষ জানান- টিভিএস অ্যাপাচি ১৫০-এর আরটিআর সিরিজ ইতোমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ।  বিশ্বাস, অধিক পারফর্মেন্স এবং শক্তির অ্যাপাচি আরটিআর ১৬০-এর মাধ্যমে আমরা গ্রাহকদের সর্বোচ্চ চাহিদা পূরণ করতে পারবো এবং ভবিষ্যতে এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে অ্যাপাচি আরটিআর।

রূপক/মাগুরা/২০ জানুয়ারী ১৮