বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার প্রথিতযশা সংগীত শিক্ষা প্রতিষ্ঠান স্বরলিপি সংগীত নিকেতন এর উদ্যোগে শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল বর্ষাবরণ উৎসব। শহরের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান অডিটরিয়ামে সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তিসহ নানা পরিবেশনায় ভরিয়ে রাখেন শিল্পীরা।
‘বাদল দিনের প্রথম কদম ফুল’ শীরোনামে এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সংগঠনের সাধারণ সম্পাদক সংগীত শিক্ষক সুকুমার পাল, লিমন, সোমা, অবন্তি, লাবন্য, প্রসেনজিত, বিজয়, ঐশ্বর্য ও পূজা। নৃত্য পরিবেশন করেন নৃত্য শিক্ষক আব্দুর রাজ্জাক রাজু, ছন্দা পাল, লিয়া, থিম, সুস্মিতা, ইভা, অনন্যাসহ অন্যরা। অনুষ্ঠান উপস্থাপনা ও আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী রিতু ও বিপ্লব।Magura Cultural Program Pic 41
শ্রাবন গগনে ঘোর ঘনঘটা, আসমানেতে দিয়া, মেঘ মাদলে বাজে, বৃষ্টি ভেজা এ সন্ধ্যা, ঘন ঘোর বরিষায়সহ বেশ কিছু গান ও নৃত্য পরিবেশনাসহ আনন্দঘন নানা আয়োজনে মন্ত্রমুদ্ধের মত কয়েকশ দর্শক গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।

মাগুরা , ২৯ জুলাই ১৭