শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ধান ক্ষেতে গরু বেধে  চারা খাওয়ানোর প্রতিবাদ করায় মাগুরার শ্রীপুর উপজেলার কাগুজি পাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় গতকাল বৃহস্পতিবার সকালে এক সংখ্যালঘু হিন্দু বাড়ির নারীসহ ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ভবানি বিশ্বাস (৫০) কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানা পুলিশের কাছে অভিযোগ দিলে তাদের উচ্ছেদ করে ভারতে পাঠিয়ে দেওয়া হবে বলেও দুর্বৃত্তরা হুমকি দিয়েছে বলে জানা গেছে।
হামলায় আহত দেবেন বিশ্বাস বলেন, গত মঙ্গলবার সরঙ্গদিয়া গ্রামের কুসুম জোয়াদ্দার তার জমিতে গরু বেঁধে রোপনকৃত ধানের চারা খাওয়ায় । এতে জমির অধিকাংশ ধানের চারা নষ্ট হয়ে যায়। গত বুধবার বিকেলে দেবেন বিশ্বাস কুসুমের কাছে ইচ্ছে কাছে গরু বেঁধে ধানের চারা নষ্ট করার বিষয়ে জানতে চাইলে কুসুম তাকে দেখে নেওয়া হবে বলে হুমকি দেয়।   বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে সারঙ্গদিয়া গামের আবু জোয়াদ্দারের ছেলে কুসুম জোয়ারদার, পাচুর মিয়ার ছেলে টিটুল ও বাটুল এবং উপা জোয়াদ্দারের ছেলে আশরাফ সহ ৭/৮ জন দুর্বৃত্ত দেবেন বিশ্বাসের বাড়িতে লাঠিসোটা নিয়ে ঢুকে তাকে মারধর শুরু করে। এ সময় তার স্ত্রী ভবানি বিশ্বাস স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে সন্দ্রাসীরা তাকেও মরাধর করে। একে একে সন্ত্রাসীরা দেবেন বিশ্বাসের দুই ছেলের বউ ঝর্না বিশ্বাস( ২৬) ও সাগরি বিশ্বাস(৩২) এবং আরেক ভাইয়ের স্ত্রী আলাপি বিশ্বাসকে বেদম মারধর করে চলে যায়। সন্ত্রাসীরা যাওয়ার সময় থানা-পুলিশকে জানালে ভিটে-বাড়ি থেকে উচ্ছেদ করে তাদের ভারতে তাড়িয়ে দেওয়া হবে হুমকি দেয়। এরা সবাই আওয়ামীলীগ কর্মি বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীপুর থানার ওসি মো: রেজাউল ইসলাম বলেন, আক্রান্ত কেউ এখোনো থানায় অভিযোগ দিতে আসেনি।

শ্রীপুর/মাগুরা /৮ জুন ১৭