বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ে  সপ্তম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অপচেষ্টার অভিযোগে মঙ্গলবার রাতে আলামিন হায়দার নামে ওই স্কুলের এক খন্ডকালিন শিক্ষককে গ্রেফতার করেছে  পুলিশ। অন্যদিকে গ্রেফতারকৃত ওই শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি ও স্কুলের প্রধান শিক্ষকসহ ম্যানিজিং কমিটির সভাপতির  নানা অনিয়মের প্রতিবাদে বুধবার রাধানগর বাজারে মানবন্ধন করেছে ওই স্কুলের  শিক্ষার্থী ও অভিভাবকরা।

মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলীসহ অন্যরা অভিযোগ করেন, সোমবার বিকালে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের খন্ডকালীন শিক্ষক আলামিন হায়দারের কাছে স্কুল ছুটির পর একই স্কুলের ৪ ছাত্রী প্রাইভেট পড়ছিল। পড়া শেষে শিক্ষক হায়দার ৭ম শ্রেনীর এক ছাত্রীকে অতিরিক্ত কিছু পড়া দেবার কথা বলে পরে যেতে বলে ও অন্যরা চলে গেলে তাকে  একা পেয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় বিদ্যালয়ের দুই ছাত্র কাবিল মোল্লা ও ওয়ালিদ মন্ডল সেখানে উপস্থিত হলে ওই শিক্ষক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরদিন মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা করলে পুলিশ মঙ্গলবার রাতেই অভিযুক্ত শিক্ষক আলামিন হায়দারকে গ্রেফতার করে।

মানববন্ধনকারিদের অভিযোগ, শিক্ষক আলামিনের লাম্পট্যের বিষয়টি তাৎক্ষনিকভাবে প্রধান শিক্ষক নওয়াব আলী ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পরেশ চন্দ্র রাহুতকে জানানো হয়। কিন্তু তারা কোন ব্যবস্থা নেন নি। উপরন্তু মোটা অংকের অর্থের বিনিময়ে অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়েছেন। শুধু তাই নয় বিভিন্ন সময়ে স্কুলের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে স্কুলের গাছ কাটাসহ স্কুলের বিভিন্ন ধরনের কর্মচারি নিয়োগে ব্যাপক দুর্নীতি করেছেন। Magura Human chain against Rapist pic„

কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন  কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আমিন উদ্দিন মাষ্টার, রাধানগর মাধ্যামিক বিদ্যালয়ের নিবার্চিত অভিভাবক সদস্য সাহিদুল ইসলাম, জবেদআলী, শিউলী রানী কুন্ডু, অভিভাবক সুকুরআলী, ইউনুস আলী, কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, হারুনার রশিদ, অমল কুন্ডু প্রমুখ।

এদিকে মানবন্ধনকারিদের অভিযোগ অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক নওয়াব আলী ও ম্যানেজিং কমিটির সভাপতি পরেশ চন্দ্র রাহুত তাদের বিরুদ্ধে আনা লম্পট শিক্ষকের পক্ষ নেয়ার অভিযোগ অস্বীকার করে জানান –  মানববন্ধনকারিরা অন্য যে অভিযোগ তাদের বিরুদ্ধে এনছেন সেগুলো ভিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক।

মাগুরা /২৪ মে ১৭