মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় মাদক ও অবৈধ কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গতকাল রবিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃংখলা সমন্বয় সভায় এ ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  নব নিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-যশোর ১০ আসনের সংরক্ষিত সংসদ সদস্য কামরুল লায়লা জলি। 111

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল ফাত্তাহ, বাসুদেব কুন্ডু,  মাগুরা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি মিহির লাল কুরি, জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম এর প্রধান সম্পাদক ও এসএটিভির মাগুরা প্রতিনিধি সাংবাদিক রূপক আইচসহ  জেলার সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিবৃন্দ।

এটি মাগুরায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান এর প্রথম আইনশৃংখলা বিষয়ক সভা। জেলা প্রশাসক সকলকে শুভেচ্ছা জানিয়ে জেলার সার্বিক উন্নয়নে সকলের অংশগ্রহণের আহবান জানান।
সভায় মাদকের ব্যবসা বন্ধে পুলিশ ও প্রশাসনকে তথ্য দেয়ার জন্য অনুরোধ করা হয়। একই সাথে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও কোচিং বাণিজ্য বন্ধে কঠোর হওয়া, ইভটিজিং বন্ধে পুলিশের টহল ও সাদা পোষাকে নজরদারীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সঙ্গে মাগুরার ২৫০ শয্যার সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসার গুনগত মান বৃদ্ধিতে নজরদারির পরামর্শ দেয়া হয়।1111
সভা শেষে  মাগুরার উন্নয়ন বিষয়ক স্মরণিকা ‘উন্নয়নে মাগুরা’ এর মোড়ক উন্মোচন করা হয়।

রূপক/মাগুরা/ ১৪ মে ১৭