Main Menu

২১ মার্চ মাগুরায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

darqxofi20150529171943

রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম 
নির্বাচনী জনসভাসহ একাধিক উন্নয়ন কাজ উদ্বোধন করতে মাগুরায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক সূত্রে জানা গেছে আগামী ২১ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় মাগুরা স্টেডিয়ামে বিশাল  জনসভায় ভাষন দেবেন তিনি। একই সঙ্গে তিনি বেশ কয়েকটি বড় প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন  করবেন।

মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু প্রধানমন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করে জানান- মাগুরার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম, জিমনেশিয়ামসহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এছাড়া বেশ কয়েকটি বড় বড় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। একই সঙ্গে জেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় ভাষন দেবেন জননেত্রী শেখ হাসিনা।  তার সফর সঙ্গী হিসেবে থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। এ বিষয়ে  অচিরেই বিস্তারিত জানানো হবে।

Awmalig-er-jonosova-the-mail-bd

মাগুরা/৭ মার্চ






Comments are Closed