মাগুরা শহরের পুলিশ লাইনের মাত্র ৫০০ গজের মধ্যে সিসি ক্যামেরার সামনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতরাতে (শুক্রবার ১৫ ডিসেম্বর রাত তিনটার দিকে) শহরের দড়ি মাগুরা এতিম খানার সামনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বাড়ির নিচতলার শক্তিশালী গ্রিলের ভেতর থেকে তালা ভেঙে দুইটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। ১৬ ডিসেম্বর ভোররাতে বাড়ির লোকজন ঘর থেকে বের হতে গেলে দরজা বাইরে থেকে লক করা দেখতে পায়। দরজা খোলার পরে তারা চুরির ঘটনা বুঝতে পারেন। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে আশংকা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সম্প্রতি সময়ে মাগুরা শহরে ব্যাপক হারে চুরি বেড়ে গেছে। এ ঘটনার সঙ্গে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের জোকশাযোস থাকার সম্ভাবনার কথা বলছেন ভুক্তভোগীরা। সম্প্রতি মাগুরা শহরের দরি মাগুরা, দোয়ারপাড়, সাহা পাড়া, নান্দয়ালী, কলেজ পাড়া, পারনান্দয়ালী সহ বিভিন্ন এলাকায় ব্যাপক হার মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, রিক্সার ব্যাটারি সহ বিভিন্ন বাড়িতে গেটের তালা ভেঙে চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনার সাথে গভীর রাতে উচ্চ শব্দের মোটরসাইকেল চালিয়ে বেড়ানো একশ্রেণীর মাদকাসক্ত ও পেশাদার চোর চক্রের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। দ্রুত পুলিশের সাঁড়াশি অভিযানের মাধ্যমে এ সকল অপরাধীদের গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

411351033_10231457296718429_1684208698264076438_n