বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তা
মাগুরায় দেশের অন্যতম সেরা সিরামিক ব্রান্ড মীর সিরামিকসের এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন হয়েছে। আজ সোমবার শহরের কলেজ পাড়া সড়কে এজি একাডেমি মার্কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রঞ্জন টাইলস নামের শোরুমটির উদ্বোধন করেন মীর সিরামিক লিমিটেডের মার্কেটিং ও বিক্রয় বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মো: আনিসুর রহমান। শোরুমটির স্বত্বাধিকারী লিটন ঘোষ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মির সিরামিকসের জেনারেল ম্যানেজার কাজী মোঃ আব্দুল্লাহ ফারুক, রঞ্জন লাইব্রেরীর স্বত্বাধিকারী যতীন্দ্রনাথ ঘোষসহ অন্যরা। রঞ্জন টাইলসের স্বত্বাধিকারী লিটন ঘোষ জানান নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে চলমান মার্চ মাস জুড়ে সকল প্রকার টাইলসের উপরে ১০% ছাড় দেয়া হচ্ছে। এ সময় তিনি সকলকে মাগুরার এই এক্সক্লুসিভ শোরুম টি দর্শনের জন্য আহ্বান জানান। সবশেষে শহরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে।
রূপক আইচ/মাগুরা