বিশেষ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফল করতে মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মাগুরায় মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।
আজ বুধবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ চাঁদের হাটে এক সভায় তিন জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার ও পুলিশ কর্মকর্তাদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রার্থীদের সঙ্গে নির্বাচনের আচরণ বিধি মেনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান। এ উপলক্ষে সাংবাদিকদের কাছে তিনি নির্বাচনের অনিয়ম রুখতে নির্বাচন কমিশনের জিরো টলারেন্স ঘোষণা করেন। একইসঙ্গে নির্বাচনে কালো টাকার প্রভাব রুখতে সকলের সহযোগিতা কামনা করেন।
রূপক আইচ, মাগুরা