স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
‘ছন্দে আনন্দে বিকশিত হোক শৈশব ও কৈশর’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরা ও নড়াইল জেলার শিশু কিশোরদের নিয়ে সদরের মীরপাড়া বিএলসি মিলনায়তনে বুধবার দীপশিখা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

ব্র্যাক শিক্ষা কর্মসূচী এ সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করে ।

জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা সরোজ কুমার দাস, ব্র্যাকের আঞ্চলিক কর্মকর্তা বশির উদ্দিন প্রমুখ ।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় মাগুরা নড়াইল জেলার ১৫০ জন শিশু-কিশোর নৃত্য , সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয় ।