বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায় কয়েকজন যুবক মিলে অবসর সময়ে জনসেবার এক নজির স্থাপন করছেন। পৌষের এই কনকনে শীতে শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌছে দিতে তারা নিয়েছেন পুরাতন শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের এক মহতি উদ্যোগ। মাগুরা শহরের খানপাড়া এলাকার যুবক রিফাত খান ও তার বন্ধুরা মিলে নিয়েছেন এই উদ্যোগ।  ইতিমধ্যে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 

রিফাত খান মাগুরাবার্তাকে  জানান- প্রতি বছর আমরা অনেকেই নতুন শীতের কাপড় কিনি। আর পুরাতন কাপড়গুলি ঘরের কোনে পড়ে থাকে অনাদেরে। অন্যদিকে এখনো অনেকেই আছেন যাদের সামান্য শীতের কাপড় কিনে পড়ার সামর্থ নেই। এই সকল অসচ্ছল মানুষদের শীতের কাপড়ের চাহিদা পূরণে আমরা যদি আমাদের নিজ নিজ বাড়ির পুরাতন কাপড়গুলি এই সব গরীব মানুষদের দিই তাহলে তারা উপকৃত হবে। সে ধারণা থেকেই আমরা বন্ধুরা একত্রে শীতবস্ত্র সংগ্রহ করছি। সংগ্রহ শেষে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।

 

রূপক আইচ/ ২০ ডিসেম্বর১৬