বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
এক মিনিট নিরাবতা পালন ও আলোচনাসভার মধ্যে দিয়ে মাগুরায় বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলার সকল সরকারি বেসরকারি অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর-ই-আলম, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, নিমাই চন্দ্র বিশ্বাস, পরেশ কান্তি সাহাসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে মেধা শূন্য করার জন্যই ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে চুড়ান্ত বিজয় লাভের আগ মুহুর্তে রাজাকারদের সহয়াতায় পাকহানার বাহিনী বরেণ্য বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। বুদ্ধিজীবিদের সেই জীবন দানকে স্মরণীয় করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাদের দেখানো পথ ধরে সত্যিকারে সোনার বাংলা তৈরীই হবে আজকের দিনে তাদের প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ।

রূপক আইচ/১৪ ডিসেম্বর১৬