রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও এ নির্বাচনের রিটার্নিং অফিসার মুহ. মাহবুবর রহমান।

আগামী ২৮ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু পেয়েছেন ঘোড়া মার্কা প্রতীক।  দলের বিদ্রোহী প্রার্থী ও জেলা কমিটির ত্রাণ ও দর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রানা আমীর ওসমান চশমা মার্কা প্রতীক পেয়েছেন, দলের অপর বিদ্রোহী প্রার্থী শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটি পেয়েছেন আনারস মার্কা প্রতীক।

এছাড়া এ  নির্বাচনে ১৫টি সাধারণ সদস্য পদের বিপরীতে ৪২জন ও ৫টি সংরক্ষিত মহিলা সদস্যের পদের বিপরীতে ১০জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য মাগুরা জেলা পরিষদ ৩৬টি ইউনিয়ন, ৪টি উপজেলা ও ১টি পৌরসভা নিয়ে গঠিত।

 

রূপক আইচ