রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিজিট বাংলাদেশ ২০১৬ ঘোষনায় উদ্ধুদ্ধ হয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় মোটরসাইকেলে চড়ে দেশ ভ্রমণে বের হওয়া পর্যটক  যুগল আলমগীর হোসেন চৌধুরী ও তার স্ত্রী চৌধুরানী দিপালী আহমেদ আজ এসেছেন মাগুরায়। আজ সারাদিন তারা দুজনে মিলে ভ্রমন করবেন মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহি রাজা সিতারাম রায়ের রাজবাড়ি, মধুমতি নদীর নদের চাঁদের ঘাটসহ মাগুরার পর্যটন এলাকাগুলি।

সোমবার সকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে স্বাক্ষাত করেন তারা। পরে  মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের দর্শণ বিভাগের ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। 15515850_338408083208514_792037205_o

দেশ ভ্রমনকারি এ যুগল জানান, এ বছর ৩০ অক্টোবর মুন্সিগঞ্জ থেকে দেশের ৬৪ টি জেলা ভ্রমণ শুরু করেন তারা । ইতিমধ্যে দেশের ৩৬টি জেলা ভ্রমণ শেষ করেছেন। ৩৭ তম জেলা হিসেবে মাগুরায় অবস্থান করছেন।  পরিকল্পনা মোতাবেক ২০১৭ সালের ১৯ জানুয়ারী ঢাকায় গিয়ে তাদের ভ্রমণ শেষ হবে। সেখানে অনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর সমাপ্তি হবে।

পর্যটক আলমগীর হোসেন চৌধুরী জানান, ভ্রমণকালে সকল জেলার কুটির শিল্প, ঐতিহ্যবাহী খাবার ও সম্ভাব্য সংগৃহীত সকল পর্যটন পণ্যের পরিচিতি, ফটোগ্রাফী, ভিডিওগ্রাফী তারা সংগ্রহ করছেন।  দেশের মানুষ আভ্যন্তরীন ভ্রমণে উদ্ধুদ্ধ হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে পাশাপাশি অপার সৌন্দর্যের দেশ বাংলাদেশ সম্পর্কে বিশ্ব জানবে।

তিনি জানান- ৬৪ জেলা ভ্রমণ শেষে পর্যটন শিল্পের বিকাশে করনীয় সহ বিভিন্ন সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তারা পর্যটন মন্ত্রনালয়ে জমা দেবেনে।