স্টাফ রিপোর্টার,মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা জেলা পরিষদ নির্বাচনে গতকাল রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ৬৭ প্রার্থীর মধ্যে ১২ জন প্রাথী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে ।
জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী জানান , রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে কেউই প্রার্থীতা প্রত্যাহার করেনি । অন্যদিকে ৫৩ জন সাধারণ সদস্যের মধ্যে ১১ জন ও ১১ জন সংরক্ষিত সদস্যের মধ্যে ১ জন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন ।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৫৩ জন ও ১১ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করে ছিলেন । আজ ১২ ডিসেম্বর রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ।
আগামী ২৮ ডিসেম্বর এ নির্বানের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে ৪৯৩ জন ভোটার ১৫টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ।
উল্লেখ্য, মাগুরা জেলা পরিষদ ৩৬ টি ইউনিয়ন, ৪টি উপজেলা ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত ।