শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শ্রীপুরে  উপজেলার  ২৫ জন প্রশিক্ষনার্থীর মাঝে আজ শুক্রবার দুপুরে বিনামূল্যে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।  

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পিকেএসএফ এর সহযোগিতায় আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার এর উদ্যোগে ইউপিপি-উজ্জীবিত কম্পোনেটের আওতায় ক্ষুদ্র,দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বি ও আর্ত-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দরিদ্র ইউপিপি সদস্যদের মাস ব্যাপী হাতে-কলমে সেলাই প্রশিক্ষণ শেষে আজ দুপুরে এ সেলাই মেশিন বিতরণ করা হয় । আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উপপরিচালক মোঃ ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজমুল হক ।


বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া হাসান, আদ্-দ্বীন এর আঞ্চলিক ব্যবস্থাপক এফ এম নিজামউদ্দীন, জি,কে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শিশির শিকদার ও শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টু।

রূপক/পল্টু/৯ডিসেম্বর১৬