রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় স্থাপন হতে চলেছে অত্যাধুনিক আইটি পার্ক।  সোমবার (১৪ নভেম্বর) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আয়োাজিত এক সেমিনারে এসব তথ্য জানান আয়োজকরা।

m3

মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে  It/Its Industry need analysis with relevant stkeholder’  শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) হোসনে আরা বেগম।

বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমান, সিভিল সার্জন এফবিএম আব্দুল লতিফ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইফতেখার আলীসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক মোঃ হাসানুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের  যুগ্ম সচিব মঞ্জুর কাদের, উপ পরিচালক শহিদুজ্জামান, হাইটেক পার্ক কর্তৃপক্ষের সিনিয়র সিস্টেম এনালিস্ট  ফখর উদ্দীন আল হেলাল। এছাড়া উপস্থিত ছিলেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের মো: মোশাররফ হোসেন পারভেজ, টিটন চন্দ্র সাহা, মোঃ শm-1রিফুল ইসলাম।

সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইটি সংযুক্ত প্রতিষ্ঠানের প্রধানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় জানানো হয়- অতি দ্রুত সময়ের মধ্যে জেলায় একটি আইট পার্ক স্থাপন করা হবে। এ পার্কে সব ধরণের তথ্য প্রযুক্তির সুবিধাসহ বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের কর্মী হিসেবে গড়ে তোলা হবে।

 

১৪ নভেম্বর ১৬