বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার কৃতি ফুৃটবলার ও ছাত্রলীগ নেতা রাজন খান হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রত বিচার ও ফাঁসির দাবীতে মাগুরায় আজ শুক্রবার সকালে শহরে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

মানবন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশ নেন। এসময় এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন কনক খান, আশরাফ খান, হেলাল খান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন ২ বছর পার হলেও রাজন হত্যা মামলাটির কার্যক্রম খুবই ধীর গতিতে চলছে। এছাড়া হত্যা মামলার প্রধান আসামী মীর সাঈদসহ প্রত্যেকেই জামিনে মুক্তি পেয়ে রাজনের পরিবারকে নানারূপ হুমকী দিচ্ছে। এ কারণে তারা এটির দ্রুত বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তি হিসাবে ফাঁসি দাবী করছেন।

এলাকার চাঁদাবাজির একটি ঘটনার প্রতিবাদ করায় ২০১৪ সালের ২৮ অক্টোবর মাগুরা সরকারি কলেজ মাঠে রাজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাজনের বাবা ওহাব খান বাদী হয়ে মাগুরার শীর্ষ সন্ত্রাসী মীর সাইদসহ অন্যান্যদের নামে মামলা করেন।