বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বইছে মাগুরায়। ইতিমধ্যে পোস্টার, ব্যানার, ফেস্টুন আর তোরণ দিয়ে সাজানো হয়েছে পুরো জেলা শহর। দলের নেতাকর্মীদের ফেসবুক টাইমলাইনেও শোভা পাচ্ছে ২০তম সম্মেলনকে ঘিরে নানা পোস্ট ও পিকচার।

জেলা শহর ঘুরে দেখা গেছে, ব্যস্ততম ঢাকা রোড, ভায়নার মোড়, চৌরঙ্গীর মোড় ও শহীদ সৈয়দ আতর আলী সড়কে সবচেয়ে বেশি ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। শহরের ঢাকা রোড ও ভায়নার মোড়ে মাগুরা খুলনা হইওয়েতে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সুদৃশ্য তোরণও নির্মাণ করা হয়েছে।

‘উন্নয়নের মহা14794141_10208974146504736_1799556900_nসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’ স্লোগানে আগামী শনি ও রোববার (২২ ও ২৩ অক্টোবর) অনুষ্ঠিতব্য সম্মেলনকে স্বাগত জানিয়ে নিজ নিজ ফেসবুক টাইম লাইনে একাধিক পোষ্ট দিচ্ছেন নেতাকর্মীরা। ঢাকায় অবস্থানরত দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এ থেকে বাইরে থাকছেন না।

 

যদিও জেলার অনেকেই কাউন্সিলর হতে পারেননি, তবুও সম্মেলনে যোগ দিতে থেকে আওয়ামী লীগের স্থানীয় অধিকাংশ নেতাই এখন ঢাকায় অবস্থান করছেন।

সম্মেলনকে ঘিরে উৎসবের এ আমেজ জেলার প্রতিটি উপজেলা শহরেও বিরাজ করছে। গ্রামেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সবখানে ‘টক অব দ্য টপিক’ এ পরিণত হয়েছে আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন।

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান মাগুরাবার্তাকে  বলেন, ‘সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাসের এই বহির্প্রকাশ দলকে আরো গতিশীল করবে। ২০তম জাতীয় সম্মেলনের পর নতুন নেতৃত্বে আওয়ামী লীগ আরো সুসংগঠিত হবে। জননেত্রী শেখ হাসিনার হাত হবে আরো শক্তিশালী।  তিনি মাগুরার প্রিয়নেতা এ্যাড আসাদুজ্জামান সাহেবের পুত্র সাইফুজ্জামান শিখরকে কেন্দ্রীয় আওয়ামীলীগে গুরুত্বপূর্ণ পদের জন্য দলীয় সভানেত্রীর প্রতি দাবী জানিয়েছেন। ’।14633041_10205652188943506_3083209222404281101_n

তৃণমূলের অনেক নেতাকর্মী বলেন, আওয়ামীলীগের এ সম্মেলনের মধ্য দিয়ে দেশ উন্নয়নের পথে আরো কয়েক ধাপ এগিয়ে যাবে ।

https://www.youtube.com/watch?v=E-NfofVym7Q&feature=youtu.be

রূপক আইচ, ২১ অক্টোবর ১৬