স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

প্রতিপক্ষকে ফাঁসাতে আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক করে মিথ্যা মামলা করে নিজেই ফেঁসে গেলেন মাগুরার শালিখার মোঃ সেলিম হোসেন (৪৫) নামের এক ব্যাক্তি। আজ  বিকেলে সেলিমকে আটক করলে প্রতারণার বিষয়টি জানাজানি হয়ে পড়ে।

পুলিশ জানায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি মাগুরার শালিখা উপজেলার কুমারকোটা গ্রামের মৃত বারিক মোল্যার ছেলে সেলিম হোসেন অপহৃত হয়েছেন বলে প্রচার করেন তার স্বজনেরা। প্রকৃতপক্ষে সেলিম প্রতিপক্ষকে ফাঁসাতে আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় সেলিমের শশুর আব্দুর রউফ মিয়া জামাইকে অপহরণ করে পাচারের অভিযোগে প্রতিবেশি পাঁচজনকে আসামী করে শালিখা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

শ্বশুর ও কথিত অহৃত সেলিমের আত্মীয় স্বজন, পরিবারের সদস্য এবং বাদীর মোবাইলের কথপকথন পর্যালোচনা করে আজ সোমবার বিকেলে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন চরপুকুরিয়া গ্রাম হতে এসআই মোঃ হাফিজুর রহমান সেলিমকে আটক করেন।

মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ’