অনলাইন ডেস্ক, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম:
বর্তমান প্রজন্মের অলরাউন্ডার সাকিব আল হাসান, রবিচন্দ্রন অশ্বিন, গ্লেন ম্যাক্সওয়েলরা বেশি সেরা পূর্ববর্তী  প্রজন্ম কপিল দেব, ইয়ান বোথাম ও রিচার্ড হ্যাডলিদের থেকে। এমনটাই মনে করেন ভারতের সাবেক অধিনায়ক ও সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন কপিল দেব। এছাড়াও তিনি মনে করেন একজন ক্রিকেটার নিজের ক্যারিয়ারে ৫০ টেস্ট না খেললে তাকে সেরা অলরাউন্ডারের তকমা লাগানো উচিত নয়।

সাকিবরাই সেরা, ইয়ান-বোথামদের চেয়ে

ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার কপিল দেব তার সময়কার অলরাউন্ডারদের থেকে সাম্প্রতিক সময়ের অলরাউন্ডারদেরই বেশি প্রতিভাবান বলে মানছেন। বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন সাকিব, অশ্বিন এবং ম্যাক্সওয়েল। এক সময় কপিল, বোথাম, ইমরান খান এবং হ্যাডলিও ছিলেন সেরা অলরাউন্ডার তালিকার শীর্ষে।

এই প্রজন্মের অলরাউন্ডারদের প্রতি কপিল বেশ সম্মান দেখিয়েছেন। তিনি বলেন, ‘ইমরান, বোথাম, হ্যাডলি ও আমার উচিত নিজেদের সময় ভুলে এ প্রজন্মের দিকে চোখ তুলে তাকানো। এই তরুণেরা অনেক বেশি প্রতিভাবান। তারা আমাদের চেয়ে অনেক ভাল করছে। আমাদের উচিত এই প্রজন্মকে সম্মান করা।’

যদিও কপিল নির্দিষ্ট করে কোন ক্রিকেটারের নাম উল্লেখ করেননি। বেঙ্গালুরুতে একটি গলফ অনুষ্ঠানে সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

তবে কপিল এই প্রজন্মের অলরাউন্ডারদের সম্মান দিলেও তার সময়ের অলরাউন্ডারদের সঙ্গে কিন্তু এ প্রজন্মকে তুলনা করতে চাচ্ছেন না। এ সময়ে কে বেশি ভাল করছে এমন প্রশ্ন করা হলে তিনি বেশ নিরপেক্ষভাবে উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘এটা খুব অন্যায় হবে নির্দিষ্ট করে কাউকে সেরা বলা। আবার বর্তমানে অলরাউন্ডারদের মধ্যে কাউকে ইমরান, বোথাম ও হ্যাডলিদের দলে ফেলাও ঠিক হবে না।’

এছাড়াও কপিল এ সময়ে যে কোন ক্রিকেটারকেই সেরা অলরাউন্ডার তকমা লাগিয়ে দেওয়াটা মোটেও পছন্দ করছেন না। তিনি বলেন, ‘আমার মতে কমপক্ষে ৫০টি টেস্ট না খেললে কোন ক্রিকেটারকে সেরা অলরাউন্ডারের তকমা লাগিয়ে দেওয়া ঠিক নয়। দু’একটা সিরিজ শেষেই কোন অলরাউন্ডারকে সেরাদের তালিকায় নিয়ে আসাটা অন্যায়।’