স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার আসবা গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ সংঘর্ষ থামাতে ফাকা গুলি বর্ষণ করেছে।

সদর থানার এসআই শ্রীবাস বিশ্বাস জানান, ‘আসবা প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সম্প্রতি সুব্রত বিশ্বাস ও শুধাংশু বিশ্বাসের নেতৃত্বে দু’দল গ্রামবাসীর মধ্যে বিরোধ সৃষ্ঠি হয়। এ বিরোধের এক পর্যায়ে বৃস্পতিবার সন্ধ্যায় দু’পেক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। বর্তমানে আসবা গ্রামে পুলিশ মোতায়েত রয়েছে। পুলিশের ভয়ে উভয় পক্ষ গ্রাম ছেড়ে পালিয়েছে।

মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের ব্রাদার আব্দুল আজিজ জানান, আহতদের মধ্যে গুরুতর জখম অবস্থায় আনন্দ মন্ডল (৫০), লক্ষ্মী মন্ডল (৫৫) ও পঙ্কজ মন্ডল (৫০) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপক আইচ, ৮ সেপ্টেম্বর ১৬