ডেস্করিপোর্ট, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হয়েছে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের ৬৩ তম জন্মদিন।

৭ সেপ্টেম্বর (বুধবার) সকালে তেজগাঁও চ্যানেল আই ভবনের ছাতিমতলায় অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ আনোয়ার হোসেন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, শিল্পী ফরিদা পারভীন, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদ, আবৃত্তি শিল্পী হাসান আরিফসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে একদল কৃষক শাইখ সিরাজের জলপাই রঙের শার্ট পরে উপস্থিত হন। তারা বলেন, এদেশের কৃষকের জীবন মান পাল্টে দেয়ার যে বিপ্লব তার সূচনা হয়েছে শাইখ সিরাজের মাধ্যমে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, শাইখ সিরাজ গ্রাম বাংলাকে পৌছে দিয়েছেন সারাবিশ্বে, আর বিশ্বের উন্নত সংস্কৃতিকে যুক্ত করেছেন আমাদের গ্রাম বাংলায়।

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, ষাটের দশকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সবুজ বিপ্লবের এদেশের এক অগ্রপথিক শাইখ সিরাজ। উপস্থিত সবাই শাইখ সিরাজের সুস্থতা ও সুদীর্ঘ কর্মজীবন কামনা করেন।

এছাড়া দিনের বিভিন্ন সময় শাইখ সিরাজকে শুভেচ্ছা দিতে আসেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর মধ্যে রয়েছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, নাট্যজন আবুল হায়াৎ প্রমুখ।

পরে দেশের বিভিন্ন এলাকার আরো একদল কৃষক শাইখ সিরাজকে শুভেচ্ছা জানাতে আসেন তাদের উৎপাদিত উচ্চমূল্যের ফল ফসল নিয়ে।

রূপক আইচ, ৭ সেপ্টেম্বর ১৬